2024-12-18
agartala,tripura
অপরাধ

গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য কাঞ্চনপুর থানার পুলিশের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় গাঁজা চাষের রমরমা বাণিজ্য। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর সহ ওসি উদ্দ্যম দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাঞ্চনছড়া এডিসি ভিলেজের গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চালায়।তাতে বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে চাষ করা ৫ হাজার গাঁজা বাগান ধ্বংস করা হয়। ধংস হওয়া গাঁজা গাছের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর জানান, পুলিশের অভিযানে এযাবৎ কালের সবচেয়ে বড় বেআইনি গাঁজা বাগান ধ্বংস করে কাঞ্চনপুর থানার পুলিশ।তবে কে বা কারা এই বেআইনি গাঁজা চাষ করেছে তা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service