2024-12-18
agartala,tripura
অপরাধ

হিন্দু মুসলমান মিলিয়ে ৪ স্বামী পরিত্যাক্তার সাথে পঞ্চম নাগর,

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রী-কন্যা ফেলে চারবার বিবাহিতা এক নারীর সঙ্গে ঘর করছে ফায়ারম্যান। স্ত্রীর হাতে ধরা পড়ে জনতার উত্তম-মধ্যম খেয়ে গারদে ঢুকেছে ওই ফায়ারম্যান। পশ্চিম মহিলা থানার অন্তর্গত মিলন সংঘ এলাকায় স্বামীর অবৈধ সম্পর্ক ধরে ফেলেছে স্ত্রী। ঘটনার বিবরণে প্রকাশ, রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মালাকার নামে এক যুবক স্ত্রী কন্যা ফেলে ৪ স্বামী পরিত্যাক্তা এক মহিলাকে নিয়ে গত দেড় বছর ধরে মিলন সংঘ এলাকায় ভাড়া থাকতো নাগর বিশ্বজিৎ মালাকার। এদিকে হন্য হয়ে খোঁজছিল স্ত্রী কন্যা ও পরিবারের লোক জনেরা। শেষ পর্যন্ত বছরের প্রথম দিন বিশ্বজিৎ এর স্ত্রী এসে হাজির হয় ভাড়া বাড়িতে। দেখতে পায় স্বামী সুখেই সংসার করছে ৪ স্বামী পরিত্যাক্তা সঙ্গে। ক্ষনিকের মধ্যেই শুরু হয়ে যায় কথাকাটাকাটি তারপর হাতাহাতি। ছুটে আসে পাড়ার লোক হামলে পড়ে ফায়ারম্যান বিশ্বজিৎ এর উপর। এরইমধ্যে খবর চলে যায় পশ্চিম মহিলা থানায়। পুলিশ ছুটে গিয়ে জনতার হাত থেকে বিশ্বজিৎ ও তার অবৈধ স্ত্রীকে থানায় নিয়ে আসে। খবর পেয়ে সাংবাদিকরা থানায় ছুটে গিয়ে ক্যামেরাবন্দি করতে গেলে বেজায় চটে যান বিশ্বজিৎ। কর্তব্যরত ক্যামেরাম্যানদের কাছে দেখতে চায় তাদের পরিচয় পত্র। দাপট দেখাতে চেয়েছিল ফায়ারম্যানের খাকি উর্দির। ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ মালাকার এর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। বলেন , নিজের স্ত্রীর সাথে প্রতারণা করে দীর্ঘদিন ধরে সে ৪ বিবাহিত নারীর ফাঁদে পা দিয়ে জলাঞ্জলি দিয়েছে সংসারটিকে। এদিকে স্ত্রী-কন্যা রেখে বিশ্বজিতের এই অবৈধ সম্পর্কে বেজায় চটেছেন তার স্ত্রী কন্যাসহ পরিবার-পরিজনরা।তারা চাইছে এহেন দুষ্কর্মের জন্য যাতে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service