জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকার নেশা বানিজ্য ও তার সামগ্রিক দুস্প্রভাব নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে, তারই ধারাবাহিকতায় শুক্রবার ত্রিপুরা পুলিশ কতৃক এক উচ্চপদস্থ কমিটির তত্ত্বাবধানে “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে একযোগে বাজেয়াপ্ত করা ৩ হাজার৫০৯ কেজি শুকনো গাঁজা এবং ৬২হাজার ৯৩৮ বোতল নিষিদ্ধ কফ সিরাপ বিনষ্ট করা হয়। এই যাবতীয় নিষিদ্ধ সামগ্রীর বাজার মুল্য আনুমানিক তিন কোটি টাকা। পুলিশের এই কাজে ভুয়সি প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।
অপরাধ
তিন কোটির নেশার সামগ্রী নষ্ট করল পুলিশ প্রশংসা মানিকের
- by janatar kalam
- 2022-12-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this