জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রী কৃষ্ণ মিশন স্কুলের দশম শ্রেণীর ছাত্র ১৬ বছরের অর্কদীপ মজুমদার নিজ ঘরে আত্মঘাতী হয়।পরিবার সূত্রে অভিযোগ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষা চলাকালীন কোনও এক ব্যাপারে বকাঝকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ছাত্রটি বেঁছে নেয় আত্মহত্যার পথ। এ নিয়ে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রী কৃষ্ণ মিশন স্কুলের প্রধান শিক্ষকের সাথে একটি ডেপুটেশনে মিলিত হয় কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছে এন এস ইউ আই প্রতিনিধি দলকে।
অপরাধ
শিক্ষকের শাস্তির দাবিতে ডেপুটেশন দিল এন এস ইউ আই
- by janatar kalam
- 2022-12-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this