2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে গাজা পাচারকালে ধৃত ৬ মহিলা অসম পুলিশের নিরঞ্জন দাসের হাতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাসের যাত্রী সেজে গাঁজা পাচার করছে মহিলারা। প্রায়শই দেখা যাচ্ছে ঐ সমস্ত মহিলারা ত্রিপুরা পুলিশের চোখে মায়াবী জাল ফেলে পাড়ি দিয়ে ফেলছে আসামে। তবে নাছোড়বান্দা আসাম পুলিশ। কে দেবে তাদের চোখে ধুলা। অসম চুড়াইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস ইতিমধ্যেই একের পর এক পাচারকারীদের আটক করে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। শুক্রবার রাতে গোহাটি গামী একটি যাত্রীবাহী বাস থেকে ৬ জন মহিলা সহ প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। যার বাজার মূল্য মোট আড়াই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ এসআই নিরঞ্জন দাস। তবে যে ছয় জন মহিলা ধরা পড়েছে তারা কেউ গাজা ব্যবসার সঙ্গে জড়িত নয় , পুলিশি জেরায় মহিলারা জানায় তাদের পেছনে রয়েছে পাচারকারীর মূল নায়ক,তারা শুধু অল্প টাকার বিনিময়ে গাঁজা গুলি বিহারে নিয়ে পৌছে দেবে।তবে সে যাই হোক পুলিশ এন্ডিপিএস আইনে 6 মহিলার নামে মামলা গ্রহণ করে শনিবার তাদের আদালতে সোপর্দ করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service