2024-12-19
agartala,tripura
অপরাধ

সিপিআইএম দলের দুষ্কৃতিদ্বারা রক্তাক্ত এবং আহত শাসকদলের এক যুবকর্মী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলো বাড়ছে। এবার রাজনৈতিক সংঘর্ষের জেরে রক্তাক্ত এবং আহত হয়ে শাসকদলের এক যুবকর্মী হাসপাতালে ভর্তি হল। কল্যাণপুর থানাধীন বাগান বাজারের তাতিপাড়া এলাকায় শুক্রবার স্থানীয় বিজেপি দলের যুব মোর্চার সক্রিয় সদস্য কাজল দেবের উপর অতর্কিত হামলা চালায় সিপিআইএম দলের একজন দুষ্কৃতিকারী। ইনক্লাব জিন্দাবাদ স্লোগান তুলে লোহার রড উসাবল দিয়ে রক্তাক্ত করে ফেলে বিজেপি কর্মীকে। ঘটনার জেরে কাজল রক্তাক্ত এবং আহত হয়ে রাস্তার পাশে প্রায় সঙ্গাহীন হয়ে লুটিয়ে পড়ে । ঘটনার খবর পেয়ে কাজলের পিতা কালিদাস দাস ঘটনাস্থলে ছুটে গেলে ওনার উপরেও আক্রমণ করেছে বলে অভিযোগ। পরবর্তী সময়ে স্থানীয় মানুষদের সহায়তায় রক্তাক্ত আহত এবং প্রায় সঙ্গাহীন কাজলকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়, তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। অবস্থা বেগতিক দেখে কল্যাণপুর হাসপাতাল থেকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করে চিকিৎসক। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসনকান্তি ত্রিপুরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে, যদিও প্রথম অবস্থায় সাময়িক ব্যাপক উত্তেজনা তৈরি হয়।এদিকে ঘটনার পরপরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কল্যাণপুর বিজেপি দলের পক্ষ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করে তার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ধৃত চারজনকে বিকাল তিনটায় খোয়াই আদালতে পাঠায়।আপাতত গোটা এলাকায় রয়েছে পুলিশে নিরাপত্তা ব্যবস্থা, পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service