2024-12-18
agartala,tripura
অপরাধ

দুই বছর পালাতক অভিযুক্ত গ্ৰেপ্তার করলো পুলিশ

জনতার কলম ত্রিপুরা কল্যানপুর প্রতিনিধিঃ- কোন এক পারিবারিক মারপিট কে কেন্দ্র করে ২০২০ সালে কল্যাণপুর থানায় মামলা রুজু করে কল্যাণপুর থানার অন্তর্গত শান্তিনগর গ্রামের এলাকার এক যুবক ওই এলাকার রঞ্জিত দেবনাথের বিরুদ্ধে । সেই সময় কল্যাণপুর থানায় রঞ্জিত দেবনাথ এর বিরুদ্ধে পুলিশ মামলা নেয়, কেন নং ৪৪/২০২০ এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩২৫/৫০৬ ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে কল্যাণপুর থানার পুলিশ । অবশেষে দীর্ঘ দুই বছর ধরে রঞ্জিত দাস পালিয়েছিল বলে পুলিশের দাবি । অভিযুক্ত রঞ্জিত দেবনাথ কে সোমবার রাতে কোন একটা সময় গোপন খবরের ভিত্তিতে শান্তিনগর গারু বাড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় কল্যাণপুর থানার পুলিশ আধিকারিক শুভ্রাংশু ভট্টাচার্যী । বলা যায় কল্যাণপুর থানার পুলিশের একের পর এক সাফল্য লক্ষ্য করা যাচ্ছে । অভিযুক্ত রঞ্জিত দেবনাথ কে কল্যাণপুর থানা থেকে মঙ্গলবারে আদালতে তোলা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service