জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর থেকে ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ঘটনা সোমবার মাঝ রাতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর দুই নম্বর ওয়ার্ডে। সোমবার রাতে গোয়েন্দা পুলিশ সূত্রে পুলিশের কাছে খবর আসে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর দুই নম্বর ওয়ার্ডে আবদুল হাসিমের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুত রয়েছে। আর সেই সূত্র ধরে পুলিশ আবদুল হাসিমের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে দুই প্যাকেট ব্রাউন সুগার, প্রচুর খালী কৌটো, একটি মোবাইল এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশের বিশেষ টিম, যার নেতৃত্বে ছিলেন জেলা পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে। একই সঙ্গে আটক করা হয় দুই ড্রাগস কারবারি আবদুল হাসিম ও তাজ উদ্দিনকে। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, ধৃতদের বাড়ি থেকে ২৪ গ্রাম ব্রাউন সুগার সহ প্রচুর খালী কৌটো এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই দুই নেশা কারবারি দীর্ঘদিন ধরে ড্রাগস ব্যবসার সাথে যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। ধৃতদের নেশা সামগ্রী সহ আটক করে আনতে গেলে পুলিশের কাজে বাঁধা দেয় এক দল দুষ্কৃতী। খুব শীঘ্রই তাদের চিহ্নিত করে আইনের আউতায় আনা হবে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারা ও ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ব্রাউন সুগারের মূল্য কত হবে তা জানা যায়নি। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। বর্তমানে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা ড্রাগস ব্যবসার এক নিরাপদস্থল হয়ে দাঁড়িয়েছে, সেখানে অবাদে ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা, তবে এই অভিযানের পর কিছুটা হলেও নেশা বাণিজ্যে বাঁধা সৃষ্টি হল বলে পুলিশ সূত্রে খবর।
অপরাধ
নগদ টাকা ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি
- by janatar kalam
- 2022-12-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this