2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

ভ্যাকসিন সার্ভের নামে ব্যাংক একাউন্ট ফাঁকা,

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কোভিড ভ্যাকসিন সার্ভের নামে এক ব্যক্তি বাড়িঘরের প্রত্যেক ব্যক্তির সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সংবাদে প্রকাশ, বাড়ির সমস্ত তথ্য সংগ্রহ করার পর বাড়ির মালিকের মোবাইল নম্বরে একটি মেসেজ পাঠায়। সঙ্গে সঙ্গেই মেসেজটি আবার অন্য একটি নাম্বারে ট্রানস্ফার করে | বেশ তাতেই সার্ভে শেষ। কিছুক্ষণ পরেই একের পর এক ম্যাসেজ আসতে থাকে ব্যাংক থেকে টাকা হাওয়া হয়ে যাচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যেই মালিক টের পেয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে সাড়ে তিন লক্ষ টাকা হাওয়া হয়ে গিয়েছে।তারপর ব্লক করে দেওয়া হয় একাউন্টটি। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service