2024-12-17
agartala,tripura
অপরাধ

স্বামীর খুনিদের শাস্তির দাবি নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ অবলা নারী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বামীর খুনীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন স্ত্রী। সেপ্টেম্বরের ৩০তারিখ রাজধানীর জিবি বাজার এলাকায় শ্যামল দাস নামে এক ব্যক্তিকে রক্তাক্ত করে ফেলে রেখেছিল দুস্কৃতিকারীরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করা। খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন। মৃত্যুর আগে শ্যামল দাস তার স্ত্রীর কাছে আক্রমণকারীদের নাম বলে যায়। সেই নামধাম দিয়ে স্ত্রী উমারানী দাস জিবি বাজার থানায় একটি মামলা দায়ের করেছে। কিন্তু পুলিশ এখনও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করেনি।এদিকে গোর্খা বস্তি বিবেকানন্দ আবাসনে একমাত্র ছেলে সন্তানকে নিয়ে অসহায়ত্বের জীবনযাপন করছে উমা রানী দাস। রবিবার মুখ্যমন্ত্রী বাড়িতে এসে আর্থিক সহায়তার দাবি জানিয়েছে অবলা ওই নারী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service