2024-12-19
agartala,tripura
অপরাধ

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বড়মুড়া আহত 5 ভাঙচুর করা হয় সংসদের গাড়ি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মিছিল শেষে বাড়ি ফেরার পথে তিপরা মথা ও বিজেপি সংঘর্ষ | আহত বেশ কয়েকজন | ভাঙচুর করা হয় বিজেপি সাংসদের গাড়ি |২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে ফের একবার রাজনৈতিক পারদ চড়ে উঠেছে । শনিবার রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রা মথা দলের তিপ্রাসার জনসভা থেকে বাড়ি ফেরার পথে বড়মুড়া পাহাড়ের মধ্যে ওএনজিসি গ্যাসের থার্মাল পাওয়ার অফিস সংলগ্ন এলাকায় আসতেই তিপ্রাসার বেশ কয়েকটি গাড়ির উপর একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায় | সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেছে এডিসি-র কার্যনির্বাহী সদস্য কমল কলই । ছুঁড়া হয় ইট পাটকেল থেকে শুরু করে ধারালো দা-লোহার রড নিয়ে বর্বরোচিত লাগামহীন আক্রমণ । এই হামলার ঘটনায় নিমেষের মধ্যেই উত্তপ্ত হয়ে পড়ে বড়মুড়া পাহাড় । আহত হয় মহিলা সহ ৫ জন তিপ্রা মথা’র কর্মী সমর্থক । যদিও সঙ্গে সঙ্গেই গুরুতর আহত ৩ জনকে তড়িঘরি করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য । উত্তপ্ত ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলার এডিশনালএসপি অনির্বান পাল সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ও জিরানীয়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী । পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে সঙ্গে সঙ্গেই তিপ্রা মথা দলের সকল কর্মী সমর্থকেরা বড়মুড়া পাহাড়ের মধ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে । দীর্ঘ কয়েক ঘন্টা চলে সড়ক অবরোধ । যার ফলে রাস্তার দু-পাশে থমকে পড়ে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ছোট বড় গাড়ি । অবশেষে বড়মুড়া পাহাড়ের ঘটনাস্থলে ছুটে আসে এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই । পরবর্তীতে পুলিশ আধিকারিকদের সঙ্গে কমল কলই’র দীর্ঘ আলোচনার পর আক্রান্ত তিপ্রা মথা’র কর্মী সমর্থকেরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে বাধ্য হয় । এই দিকে আবার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উক্ত উত্তপ্তকর পরিস্থিতির সময়েই কাঞ্চনপুর থেকে বিজেপির সর্ব-ভারতীয় নেতা তথা সাংসদ সমীর উরাং ও বিজেপির রাজ্য জনজাতি মোর্চার নেতা বিকাশ দেববর্মা দলীয় সভা শেষ করে গাড়ি করে আগরতলায় ফিরছিলেন । আর ঠিক এই সময়েই বড়মুড়ার বড়দোয়ার এলাকায় আক্রান্ত তিপ্রা মথা’র কর্মী সমর্থকেরা দ্বিতীয় দফায় বিজেপির সর্ব-ভারতীয় নেতার গাড়িতে পাল্টা হামলা চালায় । নিমেষের মধ্যেই ভেঙে চুরমার করে দেওয়া হয় শীর্ষ স্তরীয় বিজেপি নেতার গাড়ি । তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সাংসদ সমীর উরাং’কে প্রানে বাঁচাতেই নিরাপত্তা-রক্ষীরা বাধ্য হয়ে ৫ রাউন্ড শূণ্যে গুলি ছুঁড়তে হয়েছে বলে জানা যায় । যদিও শনিবার রাতে অল্পেতেই এক প্রকার প্রাণে বেঁচে যান বিজেপি’র শীর্ষ-স্তরীয় নেতা তথা সাংসদ সমীর ওরাং । এই দিকে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে এখনও পর্যন্ত থমথমে ও উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে গোটা বড়মুড়া পাহাড় চত্বর এলাকায় । মোতায়েন রয়েছে বিশাল পরিমাণে আধা সামরিক বাহিনী ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service