2024-12-19
agartala,tripura
অপরাধ

অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে এবং অপর ২ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায় বহিঃরাজ্য থেকে ট্রাক্টর বোঝাই একটি ছয় চাকার গাড়ি তেলিয়ামুড়ার দিকে থেকে আসার পথে উল্টো দিক থেকে আসা একটি দূরপাল্লার লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয় গাড়িতে থাকা চালক ও সহ-চালক সহ মোট ৩ জন। ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষ ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তর ও ১০২ অ্যাম্বুলেন্সে। দুর্ঘটনার খবর পেয়ে অগ্ন নির্বাপক দপ্তরের কর্মী সহ ১০২ অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনজন’কে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আহতরা হল আব্দুল কাদের, সাত্তার শেখ, এবং রাজু দাস।তিন আহতের মধ্যে রাজু দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্য চিকিৎসক তড়িঘড়ি তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে। বাকি দুজন যথাক্রমে আব্দুল কাদের ও সাত্তার শেখ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।তবে সাত-সকালে অসম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনার ফলে খানিকের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service