2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

নাশকতার আগুনে পুড়ে ছাই একটি ঘর

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- নাশকতার আগুনে পুড়ে ছাই একপরিবারের একটি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর দাসপাড়ায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় কাপড় ভর্তি একটি ঘর। এলাকার বাসিন্দা বিকাশ রায়ের পরিবারের সদস্যরা গরু চড়ানোর কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে কে বা কারা বসত ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্য। জানযায় সোমবার দুপুরে গরু চড়ানো শেষে বাড়িতে ফিরে দেখতে পায় ঘরের ভিতর ধাও ধাও করে আগুন জ্বলছে। সাথে সাথে চিৎকার চেচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশিরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দপ্তরের কর্মীরা। রাস্তা শরু হওয়ার কারনে দপ্তরের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত পৌছুতে খানিকটা দেরি হয় বলেও জানাযায়। যে করেই হোক কর্মিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এদিকে পরিবারের সদস্যদের অভিযোগ বিগত কিছু দিন যাবৎ কে বা কারা বাড়ির বিভিন্ন জায়গায় ৫০০০ হাজার টাকা দেওয়ার কথা লিখে রাখে। তাদের আরও অভিযোগ রাতের আধারে বিভিন্ন দিনে দরজায় এশে নগদ টাকা দাবি করে চলেযায়। আর যদি না দেওয়াহয় তাহলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ। যদিও পরিবারের সদস্যরা কারোর পরিচয় দিতে সক্ষম হয় নি। তবে তাদের ধারনা যারাই গুপনে হুমকি ধমকি দিচ্ছিল তাদের দ্বারাই আজকের এই অগ্নিসংযোগ। এদিকে পরিবারের অভিযোগ নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন ও শুনতে পাওয়া যাচ্ছে বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service