2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বাইক ও কমান্ডার গাড়ীর মুখিমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকায় জাতীয় সড়কে বাইক ও কমান্ডার গাড়ীর মুখিমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারায় বাইক চালক। জানা যায় কমান্ডার গাড়ীটি মনপাথর সাপ্তাহিক বাজার করে জোলাইবাড়ীর উদ্দ্যেশ্যে আসছিল। অপরদিকে বাইক চালক বাইক নিয়ে মনপাথর বাজারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। এরইমধ্যে নারাইফাং এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে বাইক ও কমান্ডার গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে দেবদারু এলাকার বাসিন্দা ৩৫ বছরের যুবক বাইক চালক সুজিত দেবনাথ জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে ঘটনাস্থলে প্রান হারায়। অপরদিকে বাইকে থাকা দেবাদারু এলাকার বাসিন্দা প্রসনজিৎ দেবনাথ ও কমান্ডার চালক কোয়াইফাং এলাকার বাসিন্দা নিলেন ত্রিপুরা গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের ও নিহত যুবককে শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যায়। জেলা হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। এই দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। সুত্রের খবর অনুযায়ী জাতীয় সড়কে একটি গর্ত থাকার ফলে কমান্ডার গাড়ী উল্টো সাইডে যাবার ফলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service