2024-12-18
agartala,tripura
অপরাধ

৫২ বছর বয়সের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

শুক্রবার সকালে আগরতলা পূর্ব থানার অন্তর্গত চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রদেশ ভবনের সামনে থেকে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম স্বপন গোস্বামী। বয়স ৫২ বছর। বাড়ি আগরতলা শহরতলী পূর্ব আড়ালিয়া এলাকায়। স্থানীয়রা প্রথম প্রত্যক্ষ করেন যে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে এক ব্যক্তি অস্বাভাবিক অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃত ব্যক্তির বাড়ির লোকজন ছুটে আসে। পরে দমকল বাহিনীর কর্মীরা স্বপনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে মৃত্যুর আসল রহস্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service