জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। জলে পড়ে মৃত্যু নাকি হত্যা করা হয়েছে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয়রা। পরিবারের অভিযোগ হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ক্যানেলে। জলে পড়ে মৃত্যু দ্বন্দ্বে পরিবার সহ এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার ক্যানেলে। বৃহস্পতিবার সাত সকালে এলাকাবাসীরা ক্যানেলের পার আসতেই প্রত্যক্ষ করে ক্যানেলের জলে ভাসমান এক মৃত দেহ। শুরু হয় চিৎকার চেঁচামেচি। ছুটে আসে এলাকাবাসীরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সহ পরিবারের লোকজনরা। জানা যায় মৃত ব্যক্তির নাম টোটন বিশ্বাস। মৃত টোটন বিশ্বাসের পরিবারের অভিযোগ গতকাল গভীর রাতে একটি টমটম নিয়ে টোটন বিশ্বাসের বাড়ির সামনে জনা কয়েক ব্যক্তি টোটনকে ডাকতে থাকে কলই পাড়া যাওয়ার উদ্দেশ্যে। পড়ে বাড়ী থেকে বেরিয়ে আসে টোটন। কিন্তু রাত যত গভীর হচ্ছে কিন্তু বাড়ি ফিরে আসছে না টোটন। শুরু হয় খোঁজাখুঁজি। পরে বৃহস্পতিবার সাত সকালে ক্যানেলের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ তাকে বাড়ী থেকে ডেকে এনে মেরে ফেলা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে উপস্থিত তেলিয়ামুড়া থানার এক পুলিশ অফিসারকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি কোন প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন ।পরে পুলিশ ও এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় জলে ভাসমান মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। মৃত টোটনের তিনজন ছেলে মেয়ে রয়েছে। তার স্ত্রী জানায় এমনিতেই সে কোন কাজ করতো না। স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে সংসার প্রতিপালন করত। জানা যায় মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত টোটন বিশ্বাসের নিথর দেহ পুলিশের উপস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।
অপরাধ
ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে
- by janatar kalam
- 2022-10-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this