জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হল আষট্টি বছর বয়সি ভানু রঞ্জন ভৌমিক নামে এক বৃদ্ধার।দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুর এর পূর্ব পালাটানা এলাকায়। বাড়ির সামনেই দ্রুতগতিতে আসা একটি বাইক ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনার সোমবার বেলা প্রায় আড়াইটা নাগাদ।প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গেই তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি কড়ায়। সেখানে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা রেফার করে দেড় জিবি হাসপাতালে। জিবিতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা 6 টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে ভানু রঞ্জন ভৌমিক। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃত দেহটি তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। পুলিশ খুনি বাইকটিকে খুঁজছে।
অপরাধ
বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার
- by janatar kalam
- 2022-10-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this