2024-12-17
agartala,tripura
অপরাধ

নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ধর্ষক রুবেল মিয়া

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- দেবী পক্ষের শুরুতে একদিকে মাটির প্রতিমাকে জাঁক-জমকপূর্ণভাবে পুজো করা হলেও অন্যদিকে দেবীপক্ষের মধ্যেই এক পাষন্ড নরপশুর হাতে বলপূর্বক ধর্ষিত হতে হলো এক নাবালিকা কন্যাকে । জানা গেছে ধর্ষক নরপিশাচের নাম রুবেল মিয়া (২১) বছর । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন বাইশঘরিয়া এলাকায় । নারীরা সত্যিই যেন আজ যৌনলোভী একাংশ পুরুষতান্ত্রিক নরপশুর কাছে ভোগের প্রসাদ । চোখ খুললেই আজ দিকে দিকে শুধু গৃহবধূ থেকে শুরু করে নাবালিকা অর্থাৎ নারী ধর্ষণ আর ধর্ষণ । বছর খানিকের মধ্যে ফের নাবালিকা ধর্ষণ জনিত এক ন্যাক্কারজনক বর্বরোচিত ঘটনায় ইতিমধ্যেই গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে । যদিও উল্লেখ্য, তথাকথিত নাবালিকা ধর্ষণ জনিত ঘটনাটি ঘটেছিল আজ থেকে বিগত ৫ মাস পূর্বে অর্থাৎ গত ইংরেজী জুন মাসে তেলিয়ামুড়া থানাধীন বাইশঘরিয়া এলাকায় । বর্তমানে নাবালিকা কন্যাটি ৬ মাসের অন্তঃসত্ত্বা । অবশেষে পুলিশের জালে আটক ধর্ষক নরপশু রুবেল মিয়া । ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন বাইশঘরিয়া এলাকায় বসবাসকারী স্থানীয় রুবেল মিয়া গত ইংরেজী জুন মাসের কোন একদিন তেলিয়ামুড়া থানা এলাকার মধ্যে এক নাবালিকা কন্যাকে তার একাকিত্বের সুযোগ নিয়ে বিকাল আনুমানিক ৫ টা নাগাদ মেয়েটির মুখে চাপা নিয়ে নির্জন একাকী জন মানব শূন্য এলাকায় নিয়ে গিয়ে দফায় দফায় বলপূর্বক শারীরিক চাহিদা মেটাতে থাকে ও ধর্ষণ করতে থাকে । পরবর্তীতে মেয়েটি যেন এই বিষয়ে কারোর সঙ্গে বাড়িতে কোনরকম মুখ না খুলে ধর্ষক নরপশু রুবেল মিয়া মেয়েটিকে ভয় দেখাতে থাকে । যদি সে এই বিষয়ে বাড়িতে মুখ খুলে তাহলে পরিণাম ভালো হবে না এমনকি মেরে ফেলা হবে । ধর্ষক নরপশু রুবেল মিয়ার এই জীবন মৃত্যুর হুমকিতে আতঙ্কগ্রস্ত হয়ে মেয়েটি পরবর্তীতে বাড়ি ফিরে অনেকটা একাকীত্বকে সঙ্গী করে দীর্ঘ ৫ মাস যাবৎ জীবন অতিবাহিত করে চলছে । বাড়িতে কাউকে কিছু বলে নি । কিন্তু সম্প্রতি কিছু দিন যাবৎ নাবালিকা মেয়েটির মায়ের চোখে মেয়েটির শারীরিক ও মানসিক চাল চলনে অনেকটা অসংগতি লক্ষ্য হওয়ায় নাবালিকা মেয়েটির মা মেয়েটিকে বারংবার একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি দাঁড় করালে অবশেষে মেয়েটি চোখের জলে বিগত ৫ মাস পূর্বে মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া অভিশপ্তময় গোটা কাহিনীটির বিস্তারিত তুলে ধরে । যদিও বর্তমানে নাবালিকা মেয়েটি ৬ মাসের অন্তঃসত্তা । অতঃপর সঙ্গে সঙ্গেই ধর্ষিতা নাবালিকা মেয়েটির পরিবারের তরফ থেকে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯ টা নাগাদ তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়ে উক্ত ঘটনার বিবরণ দিয়ে মূল অভিযুক্ত ধর্ষক নরপশু রুবেল মিয়া’র বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ জনিত একটি লিখিত অভিযোগ দায়ের করে । পরবর্তীতে পুলিশ বাবুরা পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত তথা নাবালিকা ধর্ষক নরপশু রুবেল মিয়া’র বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে । যার নম্বর ১০৭ । তৎসঙ্গে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ নং ধারাও নথিভুক্ত করা হয় । পরবর্তীতে গভীর রাতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি রঞ্জন বিশ্বাস সহ বিশাল পুলিশ ও TSR বাহিনী তেলিয়ামুড়া থানাধীন বাইশঘরিয়ার গোটা এলাকায় অভিযান চালিয়ে অবশেষে মূল অভিযুক্ত ধর্ষক রুবেল মিয়া’কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । তবে এই দিকে আজ বুধবার সকাল ১১ টা নাগাদ ধর্ষক নরপশু রুবেল মিয়া’কে মহকুমা হাসপাতালে শারিরীক পরীক্ষা করানোর পর খোয়াই আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে । এখন গোটা তথ্যবিজ্ঞ মহল জুড়ে শুধুমাত্র একটাই আওয়াজ উঠতে শুরু করেছে পুলিশের জালে আটক নাবালিকা ধর্ষক তথা নরপশু রুবেল মিয়া’র যেন কঠোর থেকে কঠোরতর শাস্তির বিধান দেওয়া হয় ‌। আগামী দিন আর যেন কোন নারীকে একাংশ যৌনলোভী পুরুষের ভোগ্যপণ্য হয়ে জীবন জলাঞ্জলী দিয়ে চোখের জল ফেলতে না হয় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service