2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

চুরি যাওয়া ২ টি বাইকসহ ২ কুখ্যাত বাইক চোর আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের ২ কুখ্যাত বাইক চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয় চুরি যাওয়া ২ টি বাইক। বাইক চোরদের একটা বড়সড় রকেট ভাঙতে পুলিশ সক্ষম হচ্ছে বলে দাবি সদর এস.ডি.পি.ও অজয় কুমার দাসের । বাইকই হউক বা বাড়িঘরে চুরির ঘটনা। বেড়েই চলছে আগরতলা সহ গোটা রাজ্যে। ব্যাতিক্রম হয়নি পুজোর দিনগুলিতেও। পুজো দেখতে বেড়িয়েও ঘরে চোরের থাবায় সর্বস্ব খুইয়েছেন অনেক গৃহস্ত।নানা মহল থেকে এনিয়ে সমালোচনার ঝড় বইছিল। এর মধ্যে চোরেদের বিরুদ্ধে সক্রিয় হলো সদর পুলিশ প্রশাসন । বাইক চুরি কাণ্ডে জড়িত থাকা একটি চক্রকে প্রায় ভেঙে দিচ্ছে শহরের বটতলা ফাঁড়ি সহ ২ থানার পুলিশ । লক্ষীপূজার দিন রাতেও ২ কুখ্যাত বাইক চোরকে গ্রেপ্তার ও ২টি চুরির বাইক উদ্ধার করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। সেই অপারেশনকে সফল করতে সিভিল ড্রেসে দিনব্যাপী নানা জায়গায় তদন্ত করেছিলেন ৩ থানার ওসি ও অফিসাররা । এমটাই জানিয়েছেন সদর এস.ডি.পি.ও অজয় কুমার দাস। গত ১৫ দিনে শুধু পশ্চিম থানার হাতেই গ্রেপ্তার হয়েছে ১৩ জন বাইক চোর। তাদেরকে জিজ্ঞাসাবাদের বেড়িয়ে আসছে পরবর্তী নাম গুলি। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ২ চোরের মধ্যে ১ জনের বাড়ি মধুপুর সীমান্ত এলাকায়।সে শহরে এসে চুরির কাজে হাত পাকাতো এবং কাজ শেষে ফের বাড়িতে চলে যেতো। তার মাধ্যমেই চুরি যাওয়া বাইক গুলি মধুপুর সীমান্ত পার হয়ে বাংলাদেশে পাচার হয় বলে জানিয়েছেন এসডিপিও। ৫ দিনের পুলিশ রিমাণ্ড চেয়ে এই ২ চোরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক। আদালতে নির্দেশে যদি পুলিশ তাদেরকে রিমান্ডে পায়,তাহলে আরো অনেকের সন্ধান পাওয়া যাবে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service