2024-12-17
agartala,tripura
অপরাধ

তথ্য লোপাটের উদ্দেশ্যে রেললাইনে মৃতদেহ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলোনিয়া সাবরুম রেল লাইনের শিবপুর এলাকায় টানেলের মুখে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহ সোমবার উদ্ধার করে বিলোনিয়া থানার পুলিশ। আগরতলা সাবরুম রেল টানেলের মুখে পৌঁছানোর আগে স্থানীয় জনগণ রেল দাড় করিয়ে দেয়। রেল চালক নেমে দেখেন মৃতদেহ পড়ে আছে। স্থানীয়রা এবং রেল চালক মিলে বিলোনিয়া থানায় খবর পাঠায়। ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। মৃতদেহ পড়ে থাকার কারণে দীর্ঘ দু’ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল ওই সাবরুমগামী ট্রেন। ধারণা করা হচ্ছে খুন করে খুনী তথ্য প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ রাতের কোন এক সময়ে রেললাইনে এনে রেখে গেছে। পুলিশ এখনও এ ব্যাপারে সঠিক কোন কথা বলতে পারছেন। এমন কি মৃত ব্যক্তির পরিচয় পুলিশ এবং স্থানীয়রাও জানাতে পারেনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service