জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- চিকিৎসকের খামখেয়ালিপনায় প্রসূতি বিভাগেই মৃত্যু হল এক সদ্যোজাত শিশুর । ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে ।সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পার্থ তলাপাত্রের অনুপস্থিতিতে কর্তব্যরত স্টাফ নার্স প্রবাস দেবের উন্মত্ত অশালীন অত্যাচারে প্রসূতি বিভাগেই মৃত্যু হল এক সদ্যোজাতক শিশুর । অবশেষে পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। । ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকাল আনুমানিক ৩ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়ার জনৈক তাপস রায়ের স্ত্রী অপর্ণা বিশ্বাসের হঠাৎ প্রসব ব্যাথা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানোর জন্য । তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা করে অপর্ণা’কে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক । কিন্তু রবিবার ভোর রাত আনুমানিক ৫ টা নাগাদ ফের একবার প্রসব ব্যাথা অনুভব হওয়ায় সঙ্গে সঙ্গেই কর্তব্যরত দুই সহযোগী নার্স প্রসব যন্ত্রণায় কাতর অপর্ণাকে প্রসূতি বিভাগে নিয়ে যায় ।তখন মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পার্থ তলাপাত্র উপস্থিত ছিলেন না ,যা নিয়ে রীতিমতোই ক্ষোভ সৃষ্টি হয়েছে পরিবারের মধ্যে । ফলস্বরূপ দুই নার্সের হাতুরী কর্মকাণ্ডে প্রসূতি বিভাগের টেবিলেই প্রসব করানোর সময় সদ্যোজাত শিশুটির মৃত্যু ঘটে এমনটাই পরিবার সূত্রে অভিযোগ রয়েছে । শুধু তাই নয় জনৈক স্টাফ নার্স প্রবাস দেব প্রসব করানোর সময় প্রসূতি বিভাগের টেবিলের মধ্যে প্রসূতি মহিলাকে গায়ে হাত তুলে শারীরিক নিগ্রহ শুরু করে তৎসঙ্গে কুৎসিত মন্তব্য পর্যন্ত করতে থাকে । যদিও কোন এক সময়েই বাচ্চার মৃত্যু ঘটে ।পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক পার্থ তলাপাত্র হাসপাতালের প্রসূতি বিভাগে হাজির হলে বাচ্চা মৃত্যুর ঘটনা চাউর হতেই পরিবারের মধ্যে শুরু হয় চিৎকার-চেঁচামেচি ও ধুন্দুমার কান্ড । রবিবার বেলা ১১ টা নাগাদ শিশু মৃত্যুর ঘটনার জেরে পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় চিকিৎসকের গাফিলতি ও অহেতুক কর্মকান্ড ও কর্তব্যরত স্টাফ নার্সদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে । এই দিকে প্রসূতি বিভাগে উক্ত শিশু মৃত্যুর ঘটনা সম্পর্কে চিকিৎসক পার্থ তলাপাত্র’কে জিঞ্জেস করা হলে তিনি পুরোপুরি এই বিষয়টি এড়িয়ে যান ও অস্বীকার করেন ।
অপরাধ
চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে
- by janatar kalam
- 2022-09-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this