2024-12-16
agartala,tripura
অপরাধ

৩০ লক্ষ টাকার গাঁজা ধরা পড়েছে অসম পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে লরির চালক সহ চালক পঙ্কজ মনিশকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের উদ্ধার ৩০ লক্ষাধিক টাকার গাঁজা অসম পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই লরি। আটক চালক ও সহ চালক৷ নাগাল্যান্ডের নাম্বার যুক্ত একটি কন্টেনার লরি আগরতলা থেকে অসমে প্রবেশ করার সময় অসম চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের সন্দেহ হয়। গাড়িটিতে একটি গোপন ক্যাবিন ছিল। সেই ক্যাবিনে লুকিয়ে রাখা ছিল গাঁজা গুলি। 30 টি প্যাকেটে প্রায় ২৭৪কেজি ৫০০ গ্রাম গাজা ছিল । চালক পংকজ কুমার ও সহ চালক মণিষ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনেই বিহারের হাতাল গড়া পাটনার বাসিন্দা। অসম চুরাইবাড়ি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে । ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান গাঁজা গুলি আগরতলা থেকে পাটনা নিয়ে যাবার কথা ছিল। তারা মাল সমেত দুজনকে গ্রেফতার করে এনডিপিএস এক্টে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service