2024-12-16
agartala,tripura
অপরাধ

চুরি ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে জনতার মধ্যে : ক্লাব ফোরাম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শহরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদি ঘটনাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবং পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্লাব ফোরাম। বৃহস্পতিবার ক্লাব ফোরামের সভাপতি সেবক ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ এর সাথে প্রতিনিধিদল শহরে ড্রাগস সহ চুরি ডাকাতির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেছেন। প্রশ্ন করেছেন যেখানে আমজনতা ধরে ফেলছে চোরকে, সেখানে পুলিশের ভূমিকা কি ? পুলিশ সুপার ক্লাব ফোরামের প্রতিনিধিদলকে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য ক্লাব প্রতিনিধিরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service