2024-12-16
agartala,tripura
অপরাধ

চোরকে পাকড়াও করতে গিয়ে রক্তাক্ত এক ব্যক্তি চিকিৎসা চলছে হাসপাতালে দিন-দুপুরে চুরির ঘটনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোহার রড চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। পাকড়াও করতে গিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আহত এক ব্যক্তি।রাজধানীতে পরপর চুরির ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন শহরবাসী। এক কথায় রাতের ঘুম উড়ে গেছে শহর ও শহরতলী এলাকার মানুষের।সাধারণ মানুষের অভিমত নেশার বাড়বাড়ন্তে ছিঁচকে চুরির মত ঘটনাবলী উদ্বেগ জনক ভাবে বেড়ে চলেছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার এর সামনে ধৃত রড চোর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক মহিলা বলেন, কোন ভরসা রাখতে পারছিনা পুলিশ প্রশাসনের উপর। এদিকে একই বক্তব্য রাখেন স্থানীয় এক যুবক। বলেন বাড়িতে রয়েছে সিসিটিভি ক্যামেরা , তারপরেও রাতের আগরতলা শহরে নিশ্চিন্তে রাত্রিযাপন আর কোন উপায় নেই। কারণ পুলিশকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিলেও গ্রেফতার করতে পারেনি কাউকে। এদিন ধৃত চোরকে স্থানীয় জনতা যেভাবে মারধর করেছে তা দেখে পথ চলতি অনেক মানুষ স্তম্ভিত হয়ে পড়ে। গণধোলাইয়ে এইভাবে চোরের মৃত্যুও ঘটতে পারে বলে অভিমত অনেকের। রাজ্যে ধরনের ঘটনা এর আগেও বেশ কয়েকটি ঘটেছে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় এইভাবে জনতার হাতে যদি কারও মৃত্যু ঘটে, তাহলে এই দায়ভার বর্তাবে কার উপর। প্রশ্ন তুলছে অনেকে। তবে এ ধরনের অপ্রীতিকর ঘটনার রুখতে এই মুহূর্তে সতর্ক হওয়া প্রয়োজন পুলিশ প্রশাসনের। নতুবা যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে গণধোলাইয়ে মৃত্যুর ঘটনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service