2024-12-15
agartala,tripura
অপরাধ

এনআইটি হোস্টেলে গভীর রাতে ছাত্রদের তাণ্ডব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
কলেজ হোস্টেলে গভীর রাতে বহির রাজ্যের ছাত্রদের তাণ্ডব। এতে আহত হন বেশ কয়েকজন ছাত্র। হোস্টেলের ছাত্রদের তান্ডবের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় কলেজের ডিরেক্টর সহ বিশাল পুলিশ বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হোস্টেলের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে গভীর রাতের তান্ডবের ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনা জিরানিয়া এনআইটি কলেজে।উত্তর ও দক্ষিণ ভারতের ছাত্রদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হোস্টেলে ছুটে যায় কলেজের অধিকর্তা। পরে তিনি দুই পক্ষের সাথে কথা বলে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে গভীর রাতে কলেজের হোস্টেলে ছাত্রদের তান্ডবকে ঘিরে এখনো চাপা উত্তেজন বিরাজ করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service