জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মত ঘটনাগুলি রোধে থানায় ডেপুটেশন দিল সামাজিক সংস্থা। প্রশ্ন তুলেছে পুলিশের কর্তব্য নিষ্ঠা নিয়ে।
সম্প্রতি শহরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মত ঘটনাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। ভয়ে আতঙ্কিত শহর এলাকার লোকজন। বেশ কিছু এলাকায় সঙ্ঘবদ্ধ এলাকাবাসী রাত জেগে পাহাড়া দিচ্ছে। অথচ পুলিশ প্রশাসন সবকিছু জেনেশুনেও নিরব ভূমিকা গ্রহণ করে চলেছে। এই পরিস্থিতিতে অসহায় সাধারণ মানুষ প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ সক্রিয় থাকলে সাধারণ মানুষের রাত জেগে পাহাড়া দিতে হতো না। পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকার কৈফিয়ৎ চাইতে থানায় এল সামাজিক সংস্থার প্রতিনিধিরা। বৃহস্পতিবার আড়ালিয়া ,মধ্য যোগেন্দ্র নগর, দত্তপাড়া এলাকার মানুষ সম্মিলিতভাবে সামাজিক সংস্থার সঙ্গে কলেজ টিলা টাউন ফাঁড়ির ওসিকে ডেপুটেশন প্রদান করেছে।ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সবুজ সামাজিক সংস্থার সম্পাদক প্রবীর শর্মা।
এদিন ডেপুটেশন কালে কলেজ টিলা টাউন ফাঁড়ি থানার ওসি অতি দ্রুত এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। এদিকে সামাজিক সংস্থার তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে , অবিলম্বে যদি পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে সংস্থা।
আড়ালিয়া খয়ের পুর প্রভৃতি এলাকায় পরপর দুটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া প্রতিনিয়ত ছিচকে চুরির মত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। এ নিয়ে গভীর উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে পুলিশ যদি তার নিজ দায়িত্ব পালন করে তবেই সাধারণ মানুষ নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারবে।
অপরাধ
ডাকাতি রোধে থানায় ডেপুটেশন দিল জনতা প্রশ্ন তুলেছে পুলিশের নীরব ভূমিকা নিয়ে
- by janatar kalam
- 2022-09-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this