2024-12-16
agartala,tripura
অপরাধ

পাড়ার এক মহিলাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো এক যুবকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এলাকার এক মহিলাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো এক যুবকের। অভিযুক্ত যুবকের নাম তহসিল দেব্বর্মা। জানা যায় ১৭/১২/২০১৮ সালে ভোর সাড়ে চারটা নাগাদ তহসিল দেব্বর্মা লেফুঙ্গা থানার অন্তর্গত কামালঘাট বাজার টিলা এলাকার শুভালক্ষী দেব্বর্মা নামক এক মহিলাকে খুন করে বলে।এই ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেন। তারপর তাকে আদালতে তোলা হলে তাকে বিভিন্ন ধারায় দন্ডিত করে আদালত, কিন্তু মাঝে মহামারীর পরিস্থিতির জন্য মামলা পিছিয়ে যায়, অবশেষে আজ তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে দন্ডিত করল আদালত। এদিন পাব্লিক প্রসিকিউটর সংবাদমাধ্যম কে জানান বর্তমানে রাজ্যের প্রশাসন সঠিক জায়গায় রয়েছে, আগে যে জায়গায় মানুষ ভয়ে সাক্ষী দিতে আসতো না সেখানে এই ঘটনায় নির্ভয়ে সাক্ষী দিতে এসেছে বলে জানান, পাশাপাশি এদিন তিনি ইনভেস্টিগেটর অফিসারের প্রশংসা করে বলেন খুব অল্প সময়ে খুব ভাল ইনভেস্টিগেশন করেছেন বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service