জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাশাপাশি অন্যান্য ফ্ল্যাটগুলোতে লোক ও সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনায় হতবাক হয়ে পড়েছে বাসুদেব ভট্টাচার্যের পরিবার। আতঙ্কিত ফ্লাটের অন্যান্য বাসিন্দারাও। সকালে খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে |।ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়েও পুলিশ তল্লাশি চালিয়েছে। এদিকে বাড়ির গৃহিণী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে
প্রশ্ন করছে রাজধানী শহরের বাসিন্দারাও কি নিরাপত্তা থাকতে পারবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গৃহিণী।
দুঃসাহসিক এই চুরির ঘটনায় কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী ও নগদ টাকা খুইয়েছে ফ্ল্যাট মালিক বাসুদেব ভট্টাচার্য। বাড়ির একমাত্র বৃদ্ধার অভিযোগ , ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কি করে তার ছেলের ঘরে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। উল্লেখ্যএর আগেও রাজধানীর আড়ালিয়া ও খয়ের পুর এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে। বাড়ির লোকজনদের মারাত্মকভাবে জখম করেছিল ডাকাতদল।আশ্চর্যের বিষয় পুলিশের বড়কর্তারাও ডাকাতি হওয়া বাড়িগুলি পরিদর্শন করে এসেছে। বাস্তবে কোনও ঘটনার হিল্লে করতে পারেনি এখনও। এনিয়ে সাধারণ মানুষের প্রশ্ন রাতের আগরতলা শহরে পুলিশের ভূমিকা কি। যেখানে পুলিশ সদর দপ্তর ও রামনগর ফাড়ি থানা রয়েছে , সেখানে কি করে চুরির ঘটনা ঘটে। এর উত্তর একমাত্র দিতে পারবে পুলিশ প্রশাসন।
অপরাধ
রামনগরের ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি প্রশ্ন উঠছে রাতের আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে
- by janatar kalam
- 2022-08-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this