2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

BMS এর মাফিয়া গিরির প্রভাব এক অটো চালক দরিদ্র যুবকের উপর,

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- । “BMS” -র দাদাগিরি উঠে আসলো তেলিয়ামুড়া শহর এলাকা থেকে । “BMS” শাখার মধ্যে অটো গাড়ি ভর্তি না করালে অটো নিয়ে যাত্রী পরিবহনে রাস্তায় বেরোতে পারবে না তৎসঙ্গে দেখে নেওয়ার হুমকি । এমনই হার হিম করা আতঙ্ক গ্রস্ত ঘটনা। রবিবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন করইলং বটতলি প্রোগ্রেসিভ ক্লাব সংলগ্ন এলাকায় । জানা গেছে ওই অটো চালকের নাম জয়ন্ত সরকার । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত নয়ন পুরের স্থানীয় বাসিন্দা জনৈক দরিদ্র যুবক জয়ন্ত সরকার সম্প্রতি একটি অটো ক্রয় করে “BGMC” তে গাড়ি ভর্তি করায় কল্যাণপুর টু তেলিয়ামুড়ার মধ্যে যাত্রী পরিবহনের জন্য । যার নম্বর TR O6 2368 । কিন্তু আজ হঠাৎ “BMS” -র অধীনস্থ জনৈক দীপঙ্কর বর্মনের নেতৃত্বে একদল বাইক বাহিনী করইলং এলাকার মধ্যে জনৈক অটো চালক জয়ন্ত সরকার’কে এসে হুমকি দিতে থাকে “BMS” -র মধ্যে গাড়ি ভর্তি না করালে রাস্তায় অটো নিয়ে বার হতে পারবে না । প্রত্যুত্বরে অটো চালক “BGMC” -র মধ্যে গাড়ি ভর্তির প্রসঙ্গ তুললেও উন্মত্ত BMS বাহিনী সেটা মানতে রাজি নয় । তাঁদের একটাই বক্তব্য – “BMS” -র মধ্যে গাড়ি ভর্তি হলেই সে রাস্তায় অটো নিয়ে বের হতে পারবে, নয়তো নয় । আর এই ঘটনা চাউর হতেই দুই সংগঠন “BGMC” ও “BMS” -র মধ্যে এক উত্তেজনার সৃষ্টি হয় । তবে যদিও সংবাদ লেখা পর্যন্ত শাখা “BGMC” -র মধ্যেই জনৈক দরিদ্র যুবক জয়ন্ত সরকারের অটো গাড়িটি ভর্তিতে বহাল রয়েছে । তবে এই দিকে বর্তমানে এখন সংশ্লিষ্ট “BMS” -র মধ্যে গাড়ি ভর্তি প্রসঙ্গের বাধ্যতা’কে কেন্দ্র করে আদৌও কোন গোপন রহস্য কাজ করছে সেটা নিয়েই এখন গোটা তথ্যবিজ্ঞ মহল জুড়ে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service