2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

কোটি টাকার গাঁজা সহ পুলিশের হাতে ধরা পরলো গাঁজা বোঝাই লরি

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :-দুইটি গাড়ি থেকে উদ্ধার প্রায় 11শ কেজি গাঁজা।যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। একই দিনে দুই চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পরলো দুটি গাঁজা বোঝাই লরি। পৃথক পৃথক দুটি তল্লাশি অভিযান সংঘটিত হয় দুই থানাতে। শনিবার দুপুর ২ টা নাগাদ একই সঙ্গে দুটি থানাতে দুটি লরি থেকে প্রায় এক টনের উপর গাঁজা উদ্ধার করে অসম ও ত্রিপুরা পুলিশ। প্রথমে অসম চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস একটি গাড়িকে আটক করে তল্লাশি করতেই গাড়িতে থাকা ফলের ট্রে থেকে ৩৫টি প্যাকেটে কুড়ি কেজি করে মোট সাতশো কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। এদিকে গাড়ির চালক হেমরাজ শিং ও সহচালক সন্তোষ কুমারকে বুক ভরা যৌবনের রসআটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। তাদের চালকের বাড়ি উত্তরপ্রদেশে এবং সহ চালকের বাড়ি রাজস্থানে। চালক জানায় সে এক লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে এই গাঁজা গুলি শিলং এর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।অপরদিকে, একইভাবে ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রাবার বোঝাই লরি আটক করে রাবার শিডের ভেতরে থাকা প্রায় ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা গুলির কালোবাজারি মূল্য চল্লিশ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। এক্ষেত্রেও চালক শ্রীকান্ত ও সহচালক অনিল কুমারকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়ি হিমাচল প্রদেশে। তাদের বিরুদ্ধেও এনডিপিএস আইনে মামলার রুজু করেছে চুরাইবাড়ি পুলিশ।উল্লেখ্য চলতি মাসে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ কোটি টাকার গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা যায় । বিপুল পরিমাণ গাজা ধরা পরল সক্রিয় রয়েছে গাজা পাচারকারীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service