জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি:- নারীর ওপর পারিবারিক নির্যাতন সমাজে অভিশাপ হিসেবে বিদ্যমান। এনিয়ে রাজ্য মহিলা কমিশন থেকে শুরু অন্যান্য সামাজিক সংস্থা বহু সচেতনতামূলক কর্মসূচি পালন করার পর ও কোনকিছুতেই এই অভিশাপকে দমানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে ঘটে চলছে নারী সংক্রান্ত অপরাধ। আবারো এই অভিশাপের শিকার এক মহিলা। জানা যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের প্রচণ্ড মানসিক নির্যাতনে আত্মহত্যা করে জীবন শেষ করেছেন এক গৃহবধূ। মৃতা গৃহবধূর নাম প্রিয়াঙ্কা সরকার (২২), স্বামীর নাম – রাকেশ দত্ত। স্বশুর বাড়ির লোকের মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রিয়াঙ্কা সরকার নামে ওই মহিলা গতকাল নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং পরিবারের লোকজন ওনাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসেন ও আজ তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর ও তার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি। শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করবে পরিবার। তাকে সবসময় তার শ্বশুর বাড়িতে খুব কম খাবার দেওয়া হত। তাকে তার পরিবারে অস্পৃশ্য হিসাবে বিবেচনা করা হয়েছিল এবং তার শিশুকে জন্মের আগেই হত্যা করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও জানা গিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
অপরাধ
নির্যাতন সহ্য করতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন এক গৃহবধূ
- by janatar kalam
- 2021-12-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this