জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
চোর চক্রের হাত থেকে রেহাই পেল না পুলিশের সদর দপ্তরের একটি গোডাউনে রাখা আদালতের নথিপত্র। আগরতলা ফায়ার সার্ভিস চৌমুনিতে পুলিশের সদর কার্যালয়ে গভীর রাতে চোর রেকর্ড রুমের লাগোয়া গোডাউনে থাকা বস্তায় বস্তায় রেকর্ড সমূহ চুরি করে নিয়ে যায়। চুরি করা নথিপত্র গুলির ওজন হবে প্রায় কয়েক কুইন্টাল। চোরচক্র সেগুলি নিয়ে হাওড়া মার্কেটে জনৈক সুব্রত সূত্রধর ও অমিত দেব এর কাছে ওজন করে বিক্রি করে দেয়। মঙ্গলবার সকালে পুলিশের এই বিভাগের কর্মীরা এসে দেখতে পান দরজা জানালা খোলা এবং সেখানে থাকা বস্তায় বস্তায় রেকর্ড নথিপত্র উধাও। আর এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয় সর্বত্র। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পুলিশের সদর কার্যালয়ে চোরচক্রের থাবা, এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ আধিকারিকরা। পরে থানার বড় বাবুরা একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমে চুরি হওয়া নথিপত্র উদ্ধারের জন্য অভিযানে নামে। বটতলা হাওড়া মার্কেটে অভিযান চালিয়ে পুলিশ চুরি হওয়া নথিপত্রের সন্ধান পায়। পরে সুব্রত চক্রবর্তী এবং অমিত দেব নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। যারা নথি পত্রগুলি ওজন ধরে ক্রয় করেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে চালিয়ে পরবর্তী সময়ে বিজয় ঋষি দাস ওরফে কালু নামে আরো একজনকে আটক করা হয়। বিজয়ের বাড়ি বিলোনিয়া কালিনগরে। একই সাথে আটক করা হয় আগরতলা শহরতলী ভটপুকুর এলাকার তাপস আচার্য নামে আরও এক যুবককে। পুলিশ তাদের বিরুদ্ধে ১৩১ ধারায় মামলা হাতে নিয়ে বুধবার আদালতে তুলে। পুলিশের সদর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি এবং পরবর্তী সময়ে ঘটনার তদন্তে নেমে চারজনকে আটক করার ঘটনায় স্বাভাবিকভাবেই জনমনে উঠছে এখন নানা প্রশ্ন।
অপরাধ
পুলিশের সদর দপ্তরে নথিপত্র চুরির দায়ে ধৃত বেশ কয়েকজন
- by janatar kalam
- 2022-08-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this