জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজের ভালোবাসার পাত্রকে বিয়ে করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালিকা কন্যা। নিজের বাড়িতেই বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, পরবর্তী সময়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালিকা এই প্রেমিকার। আত্মঘাতী প্রেমিকার নাম রিয়া আক্তার। ঘটনা বিশালগড় অরবিন্দ নগর এলাকায়। জানা গেছে একই এলাকার শাকিল মিয়া নামে এক যুবককে ভালোবাসতো রিয়া। এর মধ্যে দুজনই পালিয়ে যায়। কিন্তু নবম শ্রেণীতে পাঠরত রিয়ার বিয়ের বয়স না হওয়ায় পরিবারের তরফে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ মূলে পুলিশের হস্তক্ষেপে রিয়াকে ফিরিয়ে দেয় প্রেমিকের পরিবার। বিষয়টি মেনে না নিতে পেরে শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় প্রেমিকা রিয়া। সোমবার সন্ধ্যার দিকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে আত্মঘাতী নাবালিকার পরিবার জানান প্রেমিক ও তাদের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
অপরাধ
ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে না পেরে আত্মঘাতী নাবালিকা
- by janatar kalam
- 2022-08-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this