2024-12-16
agartala,tripura
অপরাধ

দুস্কৃতিদের দ্বারা বিদ্যুৎ অফিসে হামলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ভোর রাতে দুস্কৃতিদের হামলা আমবাসা বিদ্যুৎ দপ্তরে । বিদ্যুৎ দপ্তরের দুটি ঘরে হামলা চালিয়ে কম্পিউটার প্রিন্টার মেসিন সহ বেশ কিছু আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয় অজ্ঞাত পরিচয় দুস্কৃতিরা । বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় আমবাসা থানায়।আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন একটাই, এটা কি কোন ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি অন্য উদ্দেশ্যে দুষ্কৃতিকারীদের হামলা। আমবাসা বিদ্যুৎ বিভাগের কাজকর্ম নিয়ে বেশ কদিন ধরেই এলাকায় ছিল অসন্তোষ। অনেক এলাকা আছে অল্পবিস্তর বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে গেলে তিন থেকে চার দিন সময় লাগে বিদ্যুৎ আসতে। বেশ কয়েকবার আমবাসা বিদ্যুৎ দপ্তরে ধর্নাও দেয় এলাকার লোকজন। কাজের কাজ কিছুই হয়নি। এর জেরেই কি এই ঘটনা ? তদন্তেই বেরিয়ে আসবে আসল কারন ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service