2024-12-16
agartala,tripura
অপরাধ

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হল স্ত্রী

খুনের ঘটনা রাজধানীতে , ঘটনা রাজধানীর মিলনচক্র শ্রীনগর এলাকার ১ নং গলির অরুন কান্তি বিশ্বাসের বাড়িতে. মৃতের নাম অনিমা চক্রবর্তী , বয়স ৫৩ . ঘটনা সূত্রে জানা যায় মৃতা অনিমা চক্রবর্তী ও তার স্বামী গৌতম চক্রবর্তীর মাঝে প্রায়শই ঝগড়া হতো কিন্তু শুক্রবার রাতে কলহ বেশি হওয়ার জেরে স্বামীর রাতে খুন হতে হলো স্ত্রী অনিমা চক্রবর্তী কে . মৃতা অনিমা চক্রবর্তী আগরতলা রেল স্টেশনে সাফাইয়ের কাজের সাথে নিযুক্ত ছিল বলে জানা যায় . ঘটনাস্থলে ছুটে যায় এডি নগর থানার পুলিশ , অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা যায়. ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service