2024-12-18
agartala,tripura
অপরাধ

দুঃসাহসিক চুরি ঘটনায় জনমনে আতঙ্ক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা শহরের মঠ চৌমুহনী এলাকায় দুঃসাহসিক চুরি। পরিবারের লোকদের ঘুমে রেখেই চোরচক্র হাতিয়ে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী।
এমনকি বাড়িতে থাকা এসির তামার তার পর্যন্ত খুলে নিয়ে যায় চোরের দল। বুধবার ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করেন এই চুরির ঘটনা। জানা গেছে পরিবারের লোকজন রাত প্রায় একটা পর্যন্ত সজাগ ছিলেন। এরপর যখন প্রত্যেকেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন তখন তারই সুযোগ নেয় চোরচক্র। সকালে চুরির বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজন খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নিয়ম মেনে একটি চুরির মামলা হাতে নিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে নেয়। দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে এখন আতঙ্ক দেখা দিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service