2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য

অন্নপ্রশানের অনুষ্ঠানে মদ্য পানকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারপিট, আহত বেশ কয়েকজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার রাতে ধলেশ্বর মাঙ্গলিক বিয়ে বাড়িতে চলছিল এক অন্নপ্রশানের অনুষ্ঠান। অনুষ্ঠান এসে সেই বিয়ে বাড়ির পাশেই রাস্তার মোড়ে চন্দন দত্তের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে অনুষ্ঠানে আসা লোকজন মদ্য পান করছিল। এই ঘটনা প্রত্যক্ষ করে দোকান মালিক চন্দন দত্ত সেই ব্যক্তিদের গাড়ি সরিয়ে নিতে বলার ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা যা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে।

বাকবিতন্ডা রুপ নেই মারামারিতে এতে চন্দন দত্তের দুই মেয়েসহ আহত হয়েছেন বেশ কয়েকজন বলে অভিযোগ। এদিকে অনুষ্ঠানের বাড়ির লোকজনদের অভিযোগ তাদের উপর সারমেয় ছেড়ে দেওয়া হয়েছে। ওই সারমেয়ের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব আগরতলা থানায় পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ওসি রাণা চ্যাটার্জি বলেন, অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। পুলিশকে তদন্ত করে বের করতে হবে আসলে ঘটনাটি কি হয়েছে।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service