জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে রাজ্য ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার ফাইন্যালে মুখোমুখি হবে দক্ষিণ ও পশ্চিম জেলা। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৬৩ তম রাজ্য স্তরের বালক বিভাগে আসর। প্রতিযোগিতায় রাজ্যের ৮ টি জেলা থেকে টিম অংশগ্রহণ করে ।
শুক্রবার প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ম্যাচ হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে৷ আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গোমতী জেলার তুইধু বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম জেলার খুমপুই একাডেমি । ম্যাচে গোমতী জেলার তুইধু বাড়ি এইচ এস স্কুলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইন্যাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় পশ্চিম জেলার খুমপুই একাডেমি।
ম্যাচে খুমপুই একাডেমির হয়ে জোড়া গোল করে খেলার ৩৩ ও ৫২ মিনিটে বিশাল কলই ও ১ টি গোল করে খেলার ৩৭ মিনিটে সঞ্জয় দেববর্মা।আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ জেলা ও ধলাই জেলা। ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জয় লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ জেলা। ম্যাচে দক্ষিণ জেলার হয়ে জোড়া গোল করে ১৭ ও ২৬ মিনিটে অলভিন এিপুরা। এছাড়াও একটি করে গোল করে গুংসা রিয়াং ও নেও এিপুরা।
Leave feedback about this