জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে হয় একদিনের সাধারণ সভা। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলে ও বিকাশ ধর, চিত্র সাংবাদিক রঞ্জন রায়, সভাপতি সহ অন্যান্যরা।
সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক। পেশ হয় আয় ব্যয়ের হিসেব। সম্পাদকীয় প্রতিবেদনের উপরে আলোচনা করেন প্রতিনিধিরা। আগামী দিনের কর্মসূচী নিয়েও আলোচনা হয় বার্ষিক সাধারণ সভায়। এদিনের সাধারণ সভায় প্রয়াত চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া ও সমরেশ রাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় সভার শুরুতে।
Leave feedback about this