2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

অনুষ্ঠিত হলো জেলার সমস্ত আইটি কর্মীদের নিয়ে একদিনের কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির আইটি সেলের উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাকেন্দ্রে গোমতী জেলার সমস্ত আইটি কর্মীদের নিয়ে একদিনের জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার । আগরগাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস , গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও রাজ্যের আইটি ইনচার্জ চন্দন দেবনাথ সহ প্রমূখ । এদিনের কর্মশালায় ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, গত কিছুদিন আগে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এই উপনির্বাচনে দলের আইটি কর্মীরা যেভাবে কাজ করেছে তাতে করে সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী দল থেকে এগিয়েছিল । সেই সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতিধারা যেভাবে মানুষের সামনে তুলে ধরছে আইটি কর্মীরা তাতে করে দল অনেকটাই মজবুত হয়েছে । এছাড়া বিভিন্ন বিরোধীদের অপশক্তির বিরুদ্ধে মোক্ষম জবাব দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে । এদিন আইটি কর্মীদের নিয়ে একদিনের কর্মশালায় জেলার বিভিন্ন দিক থেকে বিজেপির আইটি কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service