জনতার কলম ওয়েবডেস্ক :- এআইএফএফ-এর চূড়ান্ত অব্যবস্থায় ভারতীয় ফুটবলের এখন বেহাল দশা। আইএসএল আপাত স্থগিত বলে ঘোষণা করেছে এসএফডিএল। দেশের এই শীর্ষ লিগের ভবিষ্যৎ নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা। এই অবস্থায় আইএসএলের ক্লাবগুলির সঙ্গে যুক্ত ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কর্মীরাও রয়েছেন চরম দুশ্চিন্তায়।
এদিকে, এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি পরবর্তী মরশুমের আইএসএলকে সামনে রেখে দল গোছাতে শুরু করে দিয়েছিল। কিন্তু দেশের এই শীর্ষ টুর্নামেন্ট যদি না হয় তবে, তাদের সমস্ত বিনিয়োগই মাঠে মারা যাবে। এই আবহে বেঙ্গালুরু এফসি জানিয়ে দিল, অনির্দিষ্ট কালের জন্য তারা ফুটবলার ও কর্মীদের বেতন দিতে পারবে না। এর আগে ওড়িশা এফসিও একই পথে হেঁটে ফুটবলার ও কর্মীদের চুক্তি স্থগিত করেছিল।
এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে অবশ্য বারবার সান্ত্বনার বাণী শুনিয়েই চলেছেন। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ে না হলেও আইএসএল হবেই। কিন্তু তাঁর কথায় চিড়ে ভিজছে না। ক্লাবগুলি রয়েছে ঘোর অনিশ্চয়তার মধ্যে। জানা গিয়েছে, আটটি আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ফেডারেশন। এই ক্লাবগুলির মধ্যে অবশ্য কলকাতার তিন প্রধান নেই।
সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংদের ক্লাব বেঙ্গালুরু এফসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আই এসএলের চরম অনিশ্চয়তার জন্য বেঙ্গালুরু ফুটবল ক্লাব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে প্রথম দলের ফুটবলার ও স্টাফদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে ফুটবল ক্লাব চালানো অন্যতম কঠিন কাজ। কিন্তু সেটা বহুবছর ধরে আমরা করে চলেছি। তবে আইএসএলের অনিশ্চয়তা দেখে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা আমাদের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখব। তাঁদের প্রত্যেকের পরিবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে যুব ও মহিলা দলের সমস্ত কিছু আগের মতোই চলবে। পাশাপাশি আমরা এআইএফএফ ও এসএফডিএলকে অনুরোধ করব, দেশের ফুটবলের কথা ভেবে যেন আইএসএল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave feedback about this