2025-05-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

অটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক। আহত হয়েছেন বাইকে আর এক যাত্রী। দুর্ঘটনাটি ঘটে মেলাঘরের প্রানতলী এলাকায়। গুরুতর আহত যুবকের নাম লিটন দাস ব্যাস ২১। পেশায় তিনি মৎস্য বেবসায়ী। বাড়ি মেলাঘরের বটতলী এলাকায়। দুর্ঘটনার পর প্রথমে আহতদের নেওয়া হয় মেলাঘর হাসপাতালে।

কিন্তু অবস্থা আশচাজনকহওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বাইক চালক লিটন এর চিকিৎসা চলছে জিবির আই সি ইউ তে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বাইকে থাকা অপর যুবকের আঘাত কিছুটা কম হলেও চিকিৎসা চলছে জিবিতেই। অভিযোগ, মেলাঘরের যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেখানে রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকলেও সংস্কার করা হচ্ছে না। সম্প্রতি বৃষ্টিতে রাস্তাটি আরো বেহাল হয়ে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা লেগেই রয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service