জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের মধ্যেও দুর্ঘটনা থেমে নেই। একাংশ যানচালকের বেপরোয়াগামী যান চলাচলের জন্য প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় গঠছে একাধিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় একদিকে যেমন ঘটছে মৃত্যু, ঠিক তেমনি গুরুতর আহত হয়ে চিরতরের জন্য পঙ্গু হয়ে পড়ছেন কেউ কেউ। কিছুতেই যেন দুর্ঘটনা লাগাম টানা সম্ভব হচ্ছে না। মহা অষ্টমীর দিনেও ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত ব্যক্তির নাম শ্রীবাস দত্ত। বয়স ৫০ বছর। ঘটনা বিলোনিয়া মহকুমায়। জানা যায় রবিবার নিজের বাড়ি থেকেই শ্রীবাস বাইসাইকেলের চেপে কর্মস্থলের উদ্দেশে রওনা দেয়। বাড়ি থেকে কিছুটা যাবার পরেই দ্রুত গতিতে আসা একটি অটো ধাক্কা দেয় শ্রীবাস কে। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় শান্তির বাজার মহকুমা হাসপাতালে। কিন্তু শ্রী দত্তের আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জি বি হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। মহা সপ্তমী পূজার দিন অটোর ধাক্কায় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল দেখা দেয়।
Leave feedback about this