2024-12-17
agartala,tripura
অপরাধ রাজ্য

অটল জলধারার জল নিয়ে বিবাদে মৃত্যু এক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটল জলধারা প্রকল্পে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির ।

অটল জল ধার প্রকল্পে সাপ্লাইয়ের মাধ্যমে সরবরাহ কৃত পানীয় জলকে কেন্দ্র করে দুই পাশ্ববর্তী পরিবারের মধ্যে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হল বাদল ত্রিপুরা নামে এক ব্যক্তির । বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ তারিখ গভীর রাতে মৃত্যু হয় তার। ২৩ তারিখ রাত সাড়ে নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন বগাচতল এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া থানাতে নিয়ে আসে। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে আসল রহস্য ।

এদিকে মৃত ব্যক্তির পরিবার সূত্রে খবর , বাড়িতে গুরুতর আহত অবস্থায় আরো বেশ কয়েকজন করে রয়েছে । সাধারণ জল সরবরাহকে কেন্দ্র করে মর্মান্তিকে এই ঘটনা গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে । তবে এই ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service