জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করেছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে । কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে । ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর প্রাক্তন মন্ত্রী মানিক দিয়ে জানান , অগ্নিকাণ্ডের কারণ জানতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন । কেননা কিছুদিন পরপর বটতলা বাজারে এভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে । বটতলা বাজারে যেভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের দাবি তুলেছে সিপিআইএম । সকালে সিপিআইএমের এক প্রতিনিধি দল বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছে । আশ্বাস দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার । প্রসঙ্গত বটতলা বাজারটি এমনিতেই একটি পরিবেশ ঘিঞ্জি পরিবেশ । তারপরে প্রত্যেকটি দোকানের সংযোগ একই ছাদের তলায় । যার ফলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুরো বাজার থেকে রক্ষা করা মুশকিল হয়ে দাঁড়ায় । তারপরেও বাজারের ব্যবসায়ীরা যে যেরকম ভাবে পেরেছে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার চেষ্টা করেছে । তবে বাজারের প্রায় 85 শতাংশ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায় । বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চাইছে সরকারিভাবে কিছুটা সাহায্যের হাত প্রসারিত করা হোক ।
Leave feedback about this