জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদ্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন অখন্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী । তৎকালীন ভারতের ৫৮০ টি রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন সদ্দার বল্লভ ভাই প্যাটেল । বললেন মন্ত্রী রতন লাল নাথ । সদ্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়েছে রাষ্ট্রীয় একতা দিবস। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় । এদিন অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০১৪ সালে ভারতে প্রথমবারের মত এই দিনটি উদযাপিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সদ্দার বল্লভ ভাই প্যাটেলের দেশপ্রেম ও আর ইতালিয়াদেশের অখন্ডতা রক্ষায় যে ভূমিকা ছিল তার প্রতি সম্মান জানিয়ে বল্লভ ভাই প্যাটেলের জীবনী সম্পর্কে সচেতন করা ও যুব সম্প্রদায়কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করার সংকল্প গ্রহণ করেছিলেন । এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, বর্তমান যুগের এই বৈভব শালী ভারতের রূপকার সদ্দার বল্লভ ভাই প্যাটেল । ভারতের অখন্ডতা রুখতে বল্লভ ভাই প্যাটেলের অবদান অবিস্মরণীয় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ও শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । এদিন সকালে বেলুন উড়িয়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন , তারপর পতাকা নারিয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিকু,রায়, মন্ত্রী সান্তনা চাকমা। বিবেকানন্দ স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড় শুরু হয় শেষ হয় উমাকান্ত স্কুল প্রান্তে।
Leave feedback about this