2024-12-16
agartala,tripura
রাজ্য শিক্ষা

৬০ বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফ ৪৩ বাহিনীর উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মাঝে এক প্রদর্শনীর আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬০ বর্ষ পূর্তিতে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ৬০ বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফ ৪৩ বাহিনীর উদ্যোগ এক প্রদর্শনীর আয়োজন করা হয় বৃহস্পতিবার। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিএসএফ-র বিভিন্ন হাতিয়ার প্রদর্শন করা হয় এদিন।
উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , বি এস এফের বিভিন্ন স্তরের আধিকারিক সহ বিশিষ্টজনেরা। বিএসএফ-র এক আধিকারিক জানান বিএসএফ-র ৬০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এরই অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে হাতিয়ার প্রদর্শন করা হচ্ছে। বিএসএফ-র কাজকর্মের বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য এই অস্ত্র প্রদর্শন। পড়ুয়াদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service