2025-08-30
Ramnagar, Agartala,Tripura
দেশ

৫৫-র বেশি উড্ডয়ন, দুর্গতদের ত্রাণ পৌঁছে দিচ্ছে বায়ুসেনা

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর পাঞ্জাব ও জম্মুতে বন্যা পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠছে। পানির উচ্চতা বৃদ্ধির ফলে বহু এলাকায় স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে ২৭ আগস্ট থেকে ভারতীয় বায়ুসেনা (IAF) ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করেছে।

বায়ুসেনা ইতিমধ্যেই Mi-17 ও চিনুক হেলিকপ্টার মোতায়েন করেছে, যা গত কয়েক দিনে ৫৫-র বেশি উড্ডয়ন করে আটকে পড়া সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। এদের মধ্যে ভারতীয় সেনা ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর (BSF) সদস্যরাও রয়েছেন। দুর্গত এলাকা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডেরা বাবা নানক, পাঠানকোট ও আখনূর সেক্টরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া দ্রুত সহায়তা পৌঁছাতে C-130 পরিবহন বিমান ব্যবহার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) বিশেষ দলগুলোকে দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে। গত তিন দিনে এই অভিযানের মাধ্যমে ২১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৭,৩০০ কেজি জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পরিস্থিতি সবচেয়ে সঙ্কটজনক উত্তর পাঞ্জাবে, যেখানে পানির চাপ অব্যাহত থাকায় আকাশপথে নজরদারি ও উদ্ধার তৎপরতা বাড়ানো হয়েছে। বায়ুসেনা জানিয়েছে, সেনাবাহিনী, বিএসএফ, এনডিআরএফ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হচ্ছে, যাতে দ্রুততম সময়ে দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service