2025-05-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৩,৩৩৯টি চা শ্রমিক পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান রাজ্য সরকারের সময়ে রাজ্যের চা শ্রমিকদের স্থায়ীভাবে বসবাসের জন্য পাট্টায় জমি প্রদান করা হয়েছে। তাছাড়া রান্নার গ্যাস সংযোগ, বিনামূল্যে রেশনেরও সুবিধা পাচ্ছেন তারা। সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। আজ দুর্গাবাড়ি চা বাগানে নতুন চা পাতা বিক্রয় কেন্দ্র এবং চা বাজারজাতকরণের নতুন প্যাকেটের উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, চা উৎপাদন আমাদের দেশের একটি স্থায়ী শিল্প। ভারতবর্ষ বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ। ত্রিপুরা রাজ্যও চা উৎপাদনে অনেকটা এগিয়ে রয়েছে। তিনি বলেন, রাজ্যের ৫২টি চা বাগানে কর্মরত ১০,৪৩৮ জন চা শ্রমিক সরকারি বিভিন্ন সহায়তা পাচ্ছেন। এখন পর্যন্ত ৩,৩৩৯টি চা শ্রমিক পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে জনজাতিদের মধ্যে চা পান জনপ্রিয় হয়ে উঠেছে। চা শিল্পের উন্নয়নে রাজ্যের জনজাতিদের আরও বেশি করে যুক্ত করতে হবে বলে সমবায়মন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার মানুষের চাহিদা পূরণে যথাসাধ্য পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টি.টি.ডি.সি.-র চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, প্রাক্তন বিধায়ক প্রকাশ চন্দ্র দাস ও কৃষ্ণধন দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আধিকারিক হারাধন চন্দ্র দাস এবং সভাপতিত্ব করেন সমিতির সদস্যা মনসা মুন্ডা। অনুষ্ঠান উপলক্ষ্যে অতিথিগণ দুর্গাবাড়ি চা বাগান পরিসরে দুটি বৃক্ষরোপণ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service