2024-12-16
agartala,tripura
খেলা

২৭ বছর বিরতির পর জিমন্যাস্টিকে ফিরে এলেন অনুপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭ বছর বিরতির পরে জিমন্যাস্টিক্সে ফিরে এসে সাহসী চ্যালেঞ্জ রাজ্যের ছেলে তথা রাজধানীর রামনগরের বাসিন্দা অনুপ দেবনাথের। যিনি বর্তমানে আমেরিকা নিবাসি। রামনগর 8 নং রোডের বাসিন্দা খ্যাতনামা প্রাক্তন জিমন্যাস্ট বর্তমানে আমেরিকা নিবাসী ৫১ বছর বয়সী অনুপ দেবনাথ।

কন্টিনিউয়াস ব্যাক হ্যান্ড স্প্রিংসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার উদ্দেশ্যে তিনি মার্লবোরো টাউনশিপ আমেরিকার নিউ জার্সিতে ১৯ অক্টোবর চেষ্টা করবেন।

চার মাসের মধ্যে তিনি পরপর ২০ টি ফ্লিপ করতে সক্ষম হয়েছিলেন। যা মর্যাদাপূর্ণ বিশ্ব রেকর্ডের লক্ষ্যে অনুপ্রেরণা জাগিয়েছে তাকে। ২৭ বছর বিরতির পর জিমন্যাস্টিকে ফিরে আসেন তিনি। বয়স যে কেবল মাত্র একটি সংখ্যা তা প্রমাণ করে অনুপ দেবনাথের এই চ্যালেঞ্জ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service